NE UpdatesHappeningsBreaking News
উত্তর সিকিমে আটকে ১২০০ পর্যটক
ওয়েটুবরাক, ১৭ জুনঃ খারাপ আবহাওয়ার কারণে উত্তর সিকিমে আটকে পড়লেন ১২০০ পর্যটক। সিকিম সরকার উদ্ধারকাজের প্রস্তুতি নিচ্ছে। লাচুং থেকে মঙ্গন পর্যন্ত তিনটি জায়গায় বড় ধসের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তবে ১৫ কিলোমিটার রাস্তা হেঁটে পার হতে পারলে তাঁরা নিরাপদ স্থানে পৌঁছাতেন। কিন্তু পর্যটকদের মধ্যে শিশু, বয়স্করা রয়েছে। সঙ্গে প্রচুর জিনিসপত্র। এই অবস্থায় এতটা পথ হাঁটা এক প্রকার অসম্ভব। তাই ভারি জিনিসপত্র বহন করে নিয়ে যাওয়ার জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে, যাতে পর্যটকদের হেঁটে পার হতে অসুবিধে না হয়। তবে আবহাওয়া ঠিক থাকলে এয়ারলিফ্টের মাধ্যমে পর্যটকদের উদ্ধার করা হতে পারে। সিকিম সরকার উদ্ধারকাজের জন্য একটি কোর টিমও গঠন করেছে। তারা প্রতিনিয়ত বায়ুসেনার সঙ্গে যোগাযোগ রাখছে।
অন্য দিকে, সিকিম সরকারের সঙ্গে হোটেল ব্যবসায়ী সংগঠন ও গাড়িচালকদের সংগঠনের বৈঠকও হয়েছে। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পর্যটকদের কাছ থেকে ন্যূনতম ভাড়া নেওয়া হবে।