NE UpdatesHappenings
উত্তর-পূর্ব জুড়ে বাঙালি নিগ্রহ: উদ্বেগে বঙ্গসাহিত্য
৯ মার্চ: শুধু অসমে নয়৷ উত্তরপূর্ব জুড়েই চলছে বাঙালি নির্যাতন৷ কোথাও চুক্তির কথা বলে, কোথাও আইএলপি চালু করে বাঙালির ওপর শারীরিক হেনস্তা ও মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে৷ অভিযোগ বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের৷ রবিবার জেলা সমিতির বার্ষিক সাধারণ সভায় তারা এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন৷ বঙ্গসাহিত্যের কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত বলেন, মেঘালয়-মণিপুর-মিজোরাম কোথাও বাঙালিরা স্বস্তিতে নেই৷ সে ব্যাপারে সভায় প্রস্তাব গ্রহণ করা হয়েছে৷ বাঙালি জাতীয়তাবোধ ও বরাকের ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে জানানোর জন্য ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দেন প্রবীণ সদস্য নীরেন্দু ভট্টাচার্য৷
সাধারণ সভার শুরুতে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন জেলা সম্পাক জয়ন্ত দেবরায়৷ আয়-ব্যয়ের হিসাব দেন কোষাধ্যক্ষ সুদীপ চক্রবর্তী৷ দুই প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নেন সঞ্জীব দেবলস্কর, সীমান্ত ভট্টাচার্য, জগবন্ধু দাস, সুশান্ত সেন, লুৎফা আরা চৌধুরী, দীনেন্দ্র নারায়ণ বিশ্বাস, ইমাদউদ্দিন বুলবুল প্রমুখ৷ সভাপতি তৈমুর রাজা চৌধুরী সঙ্কটের সময়ে বাঙালি ঐক্যের ওপর গুরুত্ব দেন৷