NE UpdatesHappeningsBreaking News
আমবাসায় রং খেলে স্নান করতে নেমে তিন নাবালকের সলিল সমাধি
ওয়েটুবরাক, ১৮ মার্চ: হোলির আনন্দ মুহূর্তে শোকের ছায়ায় পরিণত হল ত্রিপুরায়৷ ধলাই জেলার আমবাসায় বিএসএফের ১৩৮ নম্বর ব্যাটেলিয়ানের ক্যাম্পে রঙ খেলে স্নান করতে গিয়েছিল তিন নাবালক৷ হেড কনস্টেবল সতিন্দর সিং সিঁধুর পুত্র আসমান সিঁধু(১৩), কনস্টেবল এস কে তিওয়ারির পুত্র প্রবাল তিওয়ারি (১২) এবং হেড কনস্টেবল জাগতাপ প্রবীনের ছেলে অজিত প্রবীন জাগতাপ (১৬)৷ ফায়ারিং রেঞ্জ সংলগ্ন ছড়ার জলে ডুবে মৃত্যু হয়েছে তাদের। এর মধ্যে আসমান ও প্রবাল সপ্তম শ্রেণির পড়ুয়া৷ অজিত দশম শ্রেণির৷
পুলিশ জানিয়েছে, চার নাবালক একসঙ্গে স্নান করতে নেমেছিল ছড়ার জলে। কিন্তু জলের গভীরতা তারা আন্দাজ করতে পারেনি। একজন কোনওক্রমে সাঁতরে বেঁচে ফিরেছে৷ সে-ই গিয়ে ক্যাম্পে খবর দেয়৷ সবাই মিলে অনেক খোঁজাখুজির পর তাঁদের মৃতদেহ উদ্ধার হয়।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি টুইট বার্তায় লেখেন, আমবাসার জওহরনগর এলাকায় বিএসএফ ১৩৮ নং ব্যাটেলিয়ানের ৩ নাবালকের ছড়ার জলে ডুবে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। সন্তানহারা পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।