India & World UpdatesHappeningsBusinessBreaking News
আদানি গোষ্ঠীকে ৪৬০০০ কোটি টাকার ঋণ মকুব, কাঠগড়ায় কেন্দ্র
ওয়েটুবরাক, ৫ সেপ্টেম্বর : ১০টি সংস্থার কাছে পাওনা ছিল প্রায় ৬২ হাজার কোটি টাকা৷ মাত্র ১৬ হাজার কোটি টাকার বিনিময়ে মকুব করে দেওয়া হয়েছে বাকি ৪৬ হাজার কোটি টাকা। এই ১০টি সংস্থাই কিনেছিল গৌতম আদানির গোষ্ঠী। কর্তৃপক্ষের দাবি, সংস্থাগুলি আর্থিক ভাবে বিপর্যস্ত৷ কংগ্রেসের দাবি, কেন্দ্র সরকার দেউলিয়া আইনের অপব্যবহার করেছে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, সর্বজনীনভাবে উপলব্ধ ডেটার মাধ্যমে প্রকাশ করেছে যে, সরকারি ব্যাংকগুলি আর্থিকভাবে চাপে থাকা দশটি সংস্থার কাছ থেকে পাওনা প্রায় ৬২ হাজার কোটি টাকা মাত্র ১৬ হাজার কোটি টাকার বিনিময়ে মকুব করে দেওয়া হয়েছে।
তথ্যের ভিত্তিতে পুরো বিষয়টি প্রকাশ্যে এনে ক্ষোভ প্রকাশ করেছে ব্যাংক কর্মীদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাংকএমপ্লয়িজ় অ্যাসোসিয়েশন (এআইবিইএ)। প্রতিবাদে নেমে তাদের অভিযোগ, আদানিদের সুবিধা পাইয়ে দিতেই অত কম টাকায় বকেয়া ঋণের ফয়সালা করেছে ব্যাংকগুলি।