NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

বিজেপিই ক্ষমতায় ফিরছে, এগজিট পোল বলছে
Exit Poll predicts BJP to return back to power in Assam

ওয়েটুবরাক, ২৯ এপ্রিল: পশ্চিমবঙ্গে অষ্টম তথা শেষ দফার ভোট ফুরোতেই এগজিট পোল বা বুথফেরত সমীক্ষা প্রকাশ করল বিভিন্ন সংস্থা৷ সকলের অনুমান, আসামে বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোটই ক্ষমতায় ফিরছে৷ বিজেপি জোটকে সবচেয়ে কম আসন দিয়েছে এবিপি নিউজ-সি ভোটার এবং টিভিনাইন-পোলস্ট্রেট৷ দুই সংস্থাই বলেছে, গেরুয়া বাহিনী ও তাদের সঙ্গীদের পক্ষে সবচেয়ে কম ৫৮-৫৯ আসনও হয়ে যেতে পারে৷ এরাও মহাজোটকে সরকার গঠনের জায়গায়  পৌঁছাতে যে বেগ পেতে হবে, তা পরিসংখ্যানেই স্বীকার করে নিয়েছে৷ তাদের হিসেব, মহাজোট সর্বাধিক পেলে ৬৫-৬৬টি আসন পেতে পারে৷ আর এই রাজ্যে বিধানসভা গঠনের ম্যাজিক ফিগারটি হল ৬৪৷

সিএনএক্স-রিপাবলিক টিভি এবং ইন্ডিয়া টুডে-এক্সিস মাই ইন্ডিয়া দুই জুটিরই হিসেব মোটামুটি একই রকম৷  তাদের অনুমান, বিজেপি জোট ৭৪ থেকে ৮৫টি আসন নিয়ে হেসেখেলে সরকার গড়বে৷ কংগ্রেসের নেতৃত্বাধীন জোটকে ৪০ থেকে ৫০ আসনে সন্তুষ্ট থাকতে হবে৷

এক জায়গায় চার এগজিট পোলের অঙ্ক মিলে গিয়েছে৷ ১২৬টি আসনের সবকটি মিত্রজোট এবং মহাজোট ভাগাভাগি করে নেবে৷ অখিল গগৈর রাইজর দল বা লুরিনজ্যোতি গগৈর অসম জাতীয় পরিষদ একটি আসনও পাবে না৷ অভিষেকে শূন্য রানেই তাদের প্যাভেলিয়নে ফিরতে হতে পারে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker