NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
অস্ত্র সমর্পণ করল ৪৭ ডিএনএলএ জঙ্গি
ওয়েটুবরাক, ১৪ নভেম্বর : শান্তি আলোচনার প্রক্রিয়া মেনে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ) আগেই অস্ত্রবিরতি ঘোষণা করেছিল৷ শনিবার করল অস্ত্রসমর্পণ৷ জঙ্গি সংগঠনটির মুখ্য সেনাধ্যক্ষ মুসরাং সরংপাওয়ের নেতৃত্বে ৪৭ জঙ্গি এ দিন জাতীয় জীবনের মূলস্রোতে ফিরে আসার অঙ্গীকার করেন৷
হাফলঙ থেকে ১২০ কিলোমিটার দূরে আসাম-নাগাল্যান্ড সীমার খেপ্রে এলাকায় আয়োজিত হয় এই অস্ত্রসমর্পণ অনুষ্ঠান৷ উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের বিশেষ শাখার সঞ্চালক প্রধান হীরেন নাথ, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবোলাল গারলোসা, জেলাশাক পল বরুয়া, পুলিশ সুপার জয়ন্ত সিং প্রমুখ৷
ডিএনএলএ জঙ্গিরা এ দিন পুলিশ কর্তাদের হাতে তুলে দেন ৩টি একে ৪৭, ১টি এম ১৬, ১টি ১২ বোরের বন্দুক, ২টি থ্রিনটথ্রি, ২টি পিস্তল এবং বেশকিছু কার্তুজ৷ পুলিশের বিশেষ শাখার সঞ্চালক প্রধান হীরেন নাথ জানিয়েছেন, তাদের অস্ত্রসমর্পণ এখানেই শেষ হয়ে যায়নি৷ কার্বি আংলঙের বাসিন্দা সদস্যদের জন্য সে জেলায় অনুষ্ঠান হবে৷ কাছাড়েও হবে ছোটখাটো এক অস্ত্রসমর্পণ পর্ব৷ তাঁর দাবি, ডিএনএলএ মূলস্রোতে ফিরে আসায় ডিমা হাসাও জঙ্গিমুক্ত হলো৷ দেবোলাল গারলোসার আশা, এখন জেলার উন্নয়ন ত্বরান্বিত হবে৷