NE UpdatesHappeningsBreaking News
অসমে পঞ্চায়েতের ভোটার তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন
ওয়েটুবরাক, ১৪ ডিসেম্বর: ডিলিমিটেশন অনুযায়ী অসমের গ্রাম পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদের আসন সমূহের সীমা এবং ভোটার তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন। পার্বত্য জেলাগুলি বাদ দিয়ে বাকি ২৭টি জেলায় ৩৫৭টি জেলা পরিষদ, ১৮১টি আঞ্চলিক পঞ্চায়েত’ এবং ২১৯৩টি গ্রাম পঞ্চায়েত কেন্দ্র রয়েছে। সবকটিতেই নির্বাচনের মাধ্যমে ত্রিস্তরীয় পঞ্চায়েত গঠিত হবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যের ২৭টি জেলায় পঞ্চায়েত নির্বাচনের পোলিং স্টেশন রয়েছে ২৩,৭৮১টি। ভোটদাতার সংখ্যা হচ্ছে ১ কোটি ৭৫ লক্ষ। এর মধ্যে মহিলা ভোটদাতার সংখ্যা ৮৭,২৪,২৭৪ এবং পুরুষ ভোটদাতার সংখ্যা ৮৮,২৯,৯২৭ জন। নির্বাচন কমিশনের সূত্রে বলা হয়েছে, কেউ যদি নিজের নাম বা অন্যান্য তথ্য শোধরাতে চান, তাঁরা ১৪ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে কমিশনের ওয়েবসাইটে গিয়ে সেটা করতে পারেন।