Barak UpdatesHappeningsBreaking News
বিকাল ৪টা থেকে ওয়েটুবরাকের ‘নিরঞ্জনলাইভ’
২৫ অক্টোবর: মহাপঞ্চমী থেকে ফেসবুকে পুজোলাইভ করছে ওয়েবপোর্টাল ‘ওয়েটুবরাক’৷ করোনা আবহে তাদের স্লোগান ছিল, ”পুজো দেখুন, হেঁটে নয় নেটে৷” এরই অঙ্গ হিসাবে সোমবার বিজয়া দশমীতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ বিকাল ঠিক ৪টা থেকে শুরু হবে ‘নিরঞ্জনলাইভ’৷ তাতে শিলচর সদরঘাট বিসর্জনস্থল এবং ভাওয়াল পয়েন্ট থেকে প্রতিমা নিরঞ্জনের দৃশ্যাবলী সরাসরি তুলে ধরা হবে৷ ওয়েটুবরাকের বিশেষ প্রতিনিধিরা দৃশ্যগ্রহণ করবেন করিমগঞ্জ, হাইলাকান্দি থেকেও৷ এর সঙ্গে থাকবে এই অঞ্চলের পুজো চর্চা৷ আলোচনায় অংশ নেবেন তিন বিশিষ্টজন— সাংস্কৃতিক কর্মী শেখর দেবরায়, আকাশবাণী শিলচর কেন্দ্রের প্রোগ্রাম এগজিকিউটিভ হিতব্রত ভট্টাচার্য ও বাচিকশিল্পী অনির্বাণজ্যোতি গুপ্ত৷ সঞ্চালনায় রাধামাধব কলেজের ইতিহাস বিভাগের প্রধান সুদর্শন গুপ্ত ও সাংবাদিক দেবাশিস পুরকায়স্থ৷
ওই অনুষ্ঠান দেখতে ফেসবুকে লিখতে হবে way2barak৷