Barak UpdatesHappeningsBreaking News
অমিয়র অভিযোগকে হাতিয়ার করেই ধলাইতে ভোট চাইছেন জিতেন-ভূপেনরা
ওয়েটুবরাক, ৪ নভেম্বর: বিজেপি নীহার রঞ্জন দাসকে ধলাই উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করতেই বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্বয়ংসেবক অমিয় কান্তি দাস। প্রথমেই নীহারকে বাংলাদেশি বলে অভিযুক্ত করেন। তাঁর এই অভিযোগই এখন কংগ্রেসকে প্রচারে বাড়তি সুবিধা দিচ্ছে। অমিয়কে জড়িয়েই ভোটের বাজার তাতিয়ে দিয়েছেন এআইসিসি সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংহ ও প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। সোমবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সিংহ বলেছেন, এমন কথা বলার পরও বিজেপি অমিয়র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দূরের কথা, তাঁকে বরণ করে নিয়েছে। তাতে প্রমাণ মেলে, অমিয়র অভিযোগ দল মেনে নিয়েছে।
তাই একজন বাংলাদেশিকে নিজেদের প্রতিনিধি নির্বাচন করবেন কিনা, ধলাইর ভোটারদের কাছে সেই প্রশ্ন রেখে জিতেন্দ্র আশা করেন, নীহাররঞ্জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আগেই ধলাইবাসী ভোটের দিনে সঠিক রায় দেবেন।
রবিবার শিলচরে এসেই অমিয়র অভিযোগকে হাতিয়ার করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পরদিন একই কথায় আরও সুর চড়ান এআইসিসি সাধারণ সম্পাদক। তিনি প্রশ্ন ছুঁড়ে মুখ্যমন্ত্রীর কাছে জবাবও চান।
মঙ্গলবার ধলাইতে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভা রয়েছে। সেখানে এ ব্যাপারে স্পষ্টীকরণ দিতে হিমন্ত বিশ্ব শর্মাকে চ্যালেঞ্জ জানান জিতেন্দ্র সিংহ।