Barak UpdatesHappeningsBreaking News
অবৈধভাবে সার বিক্রির বিরুদ্ধে হাইলাকান্দিতে যৌথ অভিযান
ওয়েটুবরাক, ১৮ জুন: হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকায় কৃষি বিভাগের নীতি-নির্দেশিকা লংঘন করে অবৈধভাবে রাসায়নিক সার বিক্রি হচ্ছে৷ এই ধরনের বিক্রেতাদের বিরুদ্ধে কৃষি বিভাগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে যৌথ অভিযান চালানোর সিদ্ধান্ত নিল হাইলাকান্দি জেলা প্রশাসন । শুক্রবার হাইলাকান্দি জেলা উন্নয়ন আধিকারিক রণজিৎ কুমার লস্করের পৌরোহিত্যে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় । সভায় জেলার চারটি রাজস্ব চক্রের চক্র আধিকারিক সহ কৃষি বিভাগের আধিকারিক, পরিদর্শকরা উপস্থিত ছিলেন । আলোচনায় স্থির হয়, জেলার প্রতিটি রাসায়নিক, ফার্টিলাইজার দোকানে যৌথ পরিদর্শন করবেন তাঁরা ৷
কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে বারোটি দোকানে অভিযান চালিয়ে দুই দোকান মালিককে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে । এদিনের সভায় প্রধানমন্ত্রী কিষান ক্রেডিট ফসল বিমা যোজনার জন্য অবিলম্বে বিমা করতে কৃষকদের আহবান জানানো হয় ।। মাত্র এক টাকার বিনিময়ে ফসল বিমা করার জন্য কৃষক চাষীদের মধ্যে আরও সচেতনতা অভিযান চালানোর জন্য কৃষি বিভাগকে নির্দেশ দেওয়া হয় । গত বছর এই যোজনার জন্য প্রায় চৌদ্দ হাজার কৃষক বিমা করেন।
কৃষি বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এবার শাইল ধানের কম্যুনিটি নার্সারির জন্য আঠারো হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে ।। সেই জমিতে সাব ওয়ান ভ্যারাইটির ধানের বীজ বপন করা হবে । এই বীজ অর্থাৎ হালি চারাগুলি জেলায় অনাকাঙ্ক্ষিত বন্যার প্রকোপে ধানের চারা ক্ষতিগ্রস্ত হলে এতে রোপন করা হবে।