NE UpdatesHappeningsBreaking News
অপহরণের ছক কষে আলফার ক্যাডাররা উজান আসামে !
ওয়েটুবরাক, ৬ নভেম্বরঃ অপহরণের ছক কষে গত মাসে অভিযানে নেমেছে নয় সদস্যের এক আলফা দল। নেতৃত্বে মৃগাঙ্গ অসম ও নবজিত অসম। অন্য সদস্যরা হলেন আইওয়ান অসম, ব্যান অসম, বনজিত অসম, উমা অসম, নানু অসম, লেটেস্ট অসম ওরফে কুলং মরান এবং গোপাল অসম ওরফে পলাশ মরান। তাদের মধ্যে পলাশ ওরফে গোপাল অসম দলছুট হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। গত বৃহস্পতিবার তিনসুকিয়া জেলার ফিলোবাড়ি এলাকায় উচ্চপদস্থ পুলিশকর্তাদের কাছে ধরা দেন পলাশ। তাকে খুঁজে বার করতে কুলং ওরফে লেটেস্ট অসমকে দায়িত্ব দেওয়া হয়েছিল। দুদিন বাদে তাকেও পুলিশের কাছে আত্মসমর্পণ করতে দেখা যায়। তাদের জিজ্ঞাসাবাদ করেই অপহরণের এই ছক জানতে পারে পুলিশ৷
এ দিকে, পলাশ মরান, কুলং মরানের পর মাধব চেতিয়া নামে আর এক ক্যাডার আত্মসমর্পণ করলেন। রবিবার সকালে নাহরকাটিয়ার জয়পুর সেনাছাউনিতে গিয়ে উপস্থিত হন মাধব ওরফে সুরজ অসম। সঙ্গে একটি হ্যান্ডগ্রেনেড। শিবসাগর জেলার দিসংমুখের যুবক মাধব ২০২১ সালে পরেশ বরুয়ার দলে নাম লেখান। সে থেকে জঙ্গিশিবিরে সক্রিয় ছিলেন।
কিন্তু মাধব চেতিয়া ওরফে সুরজ অসমের নাম ওই নয়জনের তালিকায় নেই। তিনি কী করে জঙ্গিশিবির ছেড়ে বেরিয়ে এলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ। বাকি সাতজনকেও খুঁজে বেড়াচ্ছেন তাঁরা।