India & World UpdatesCultureBreaking News
বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা বেলা হাদিদ
World’s most beautiful lady is Bela Hadid

১৭ অক্টোবর : বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমেরিকার সুপার মডেল বেলা হাদিদ। গ্রিক গণিত শাস্ত্রের সূত্র প্রয়োগ করে এই মন্তব্য করেছেন বিজ্ঞানীদের একটি দল। আয়ারল্যান্ডের ওয়েবসাইট গসি’র প্রকাশিত এক খবর অনুযায়ী, লন্ডনের হার্লি স্ট্রিটের বিশিষ্ট ফেসিয়েল কসমেটিক সার্জন ড. জুলিয়ান ডি সিলভার নেতৃত্বে বিজ্ঞানীদের দলটি গোল্ডেন রেশিও অব বিউটিফাই স্ট্যান্ডার্ডস অনুযায়ী সবচেয়ে সুন্দরী মহিলা হিসেবে বেলা হাদিদের মুখমণ্ডল নিখুঁত সৌন্দর্যের সবচেয়ে কাছাকাছি রয়েছে বলে মন্তব্য করে।
প্রকাশিত ওই খবরে আরও বলা হয়েছে, গোল্ডেন রেশিও অনুযায়ী ২৩ বছরের এই মডেলের ৯৪.৩৫ শতাংশ নিখুঁত মুখমন্ডল রয়েছে। গোল্ডেন রেশিও হল একটি গাণিতিক অনুপাত, এর মাধ্যমে কোনও বস্তুতে থাকা সৌন্দর্যের মাপকাঠি নির্ণয় করা হয়।
এই অনুপাত হিসেবে আমেরিকার জনপ্রিয় গায়িকা বিয়োন্সি এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। তাঁর মুখমণ্ডল ৯২.৪৪ শতাংশ নিখুঁত। অন্যদিকে আমেরিকান অভিনেত্রী অ্যাম্বার হার্ড ৯১.৮৫ শতাংশ পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। পপস্টার আরিয়ানা গ্র্যান্ড ৯১.১১ শতাংশের হিসেবে এই তালিকার চতুর্থ স্থানে রয়েছেন।