Barak Updates
ইন্ডোর স্টেডিয়ামেই যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানWorld Yoga Day to be held at Indoor Stadium of India Club
১০ জুন : দেশের অন্য অংশের সঙ্গে আগামী ২১ জুন কাছাড় জেলায় ‘বিশ্ব যোগ দিবস’ সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপন করার লক্ষ্যে শিলচরে কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক রাজীব রায়ের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত সভায় শিলচরে কেন্দ্রীয়ভাবে যোগ দিবসের বিভিন্ন কার্যসূচি অনুষ্ঠিত করার লক্ষ্যে আলোচনা করে এ দিন বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। শিলচরের ইন্ডিয়া ক্লাবের ইনডোর স্টেডিয়ামে ওইদিন সকাল ৫টা ৪৫মিনিট থেকে কার্যসূচি শুরু হবে।
যোগ দিবসে অংশগ্রহনকারী বিভিন্ন ছেলেমেয়ে, ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ইত্যাদি বিভিন্ন সংস্থা থেকে আসা অংশগ্রহণকারীরা ভোর ৫টা ৪৫ মিনিট থেকে তাদের নাম পঞ্জিকৃত করে ভেতরে প্রবেশ করবেন। মূল অনুষ্ঠান শুরু হবে সকাল ৭টায় ও সকাল ৮টার মধ্যে যোগ প্রদর্শনী শেষ হবে। এর আগে অর্থাৎ সকাল ৬টা থেকে ৭টার মধ্যে বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য প্রদান করার কথা রয়েছে।
এদিকে, কাছাড় জেলার বিভিন্ন উন্নয়ন খণ্ডে যোগ দিবস উপলক্ষে সংশ্লিষ্ট এলাকার অংশগ্রহণকারীদের নিয়ে যোগ দিবসের বিভিন্ন কার্যসূচি অনুষ্ঠিত করতে অতিরিক্ত জেলাশাসক রাজীব রায় সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেন। এছাড়া এই সভায় শিলচরে কেন্দ্রীয়ভাবে যোগ দিবসের কার্যসূচি অনুষ্ঠিত করার সহযোগিতায় বিভিন্ন বিভাগীয় আধিকারিকদের অতিরিক্ত জেলাশাসক অনুরোধ জানান। এতে অন্যদের মধ্যে কাছাড়ের গ্রামোন্নয়ন সংস্থার প্রকল্প সঞ্চালক রসরাজ দাস, কাছাড়ের জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক, মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী, ড. অজিত ভট্টাচার্য , প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে সুসীম নাথ, পতঞ্জলি যোগপিঠের সুকুমার নাথ প্রমুখ এই সভায় অংশ নেন।