NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

“স্বাধীনতা, দেশভাগ এবং উত্তরপূর্ব ভারত”, আলোচনা চক্রের জন্য করিমগঞ্জে প্রস্তুতি তুঙ্গে, শুক্রবার উদ্বোধন

ওয়েটুবরাক, ২৭ জুলাই : মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ  এবং বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের করিমগঞ্জ জেলা কমিটি “স্বাধীনতা, দেশভাগ এবং উত্তরপূর্ব ভারত” শীর্ষক জাতীয় আলোচনাচক্রের যৌথ উদ্যোগ নিয়েছে৷  আগামী ২৯ জুলাই থেকে তিনদিনের এই আলোচনা চক্র অনুষ্ঠিত হবে করিমগঞ্জের বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে।

অনুষ্ঠানসূচি প্রকাশ করে ব্যবস্থাপক সমিতির সভাপতি বিনোদলাল চক্রবর্তী ও আহ্বায়ক ড. সব্যসাচী রায় বলেন, ২৯ জুলাই সকাল ১১টায় হবে উদ্বোধনী অধিবেশন। তাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ। আলোচনাচক্রের বিষয়বস্তুর উপস্থাপনা করবেন মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ-এর চেয়ারম্যান অধ্যাপক সুজিত কুমার ঘোষ।

মূল বক্তা কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সমীর কুমার দাস। পরদিন ৩০ জুলাই বেলা ১১-৪৫ মিনিটে হবে দেশভাগের শিকার ব্যক্তিদের সঙ্গে কথোপকথন৷ সন্ধ্যা ৬:৩০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। ৩১ জুলাই দুপুর ১২টায় গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়েছে৷  বিষয়: “দেশভাগ একটি সচল প্রক্রিয়া”৷ এর পরই বেলা ১টায় সমাপনী অধিবেশন। ড. সব্যসাচী জানান, আলোচনাচক্র প্রাঙ্গণে গ্রন্থ প্রদর্শনী এবং দেশভাগের স্মৃতি বিষয়ক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে৷ যেখানে দেশভাগ-পূর্ব দলিল-দস্তাবেজ ও দেশভাগের স্মৃতিজড়িত সামগ্রী প্রদর্শিত হবে।

তিনদিনের আলোচনাচক্রে মোট ছ’টি অধিবেশন থাকবে৷ সেগুলিতে বিশেষ আমন্ত্রিত বক্তা হিসাবে নির্ধারিত বিষয়ের ওপর আসাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জয়তী ভট্টাচার্য, কলকাতার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. অনিন্দিতা ঘোষাল, গুয়াহাটির কটন ইউনিভার্সিটির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রসূন বর্মন, শিলঙের নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক, ড. বিনায়ক দত্ত।

আলোচনায় থাকবেন বরাক উপত্যকার বিশিষ্ট গবেষক সঞ্জীব দেবলস্কর, ড. অমলেন্দু ভট্টাচার্য ও ইমাদ উদ্দিন বুলবুল।এ ছাড়া, উপত্যকা সহ সারা দেশের অনেক শিক্ষাবিদ ও গবেষক নিজেদের বক্তব্য ও গবেষণাপত্র পরিবেশন করবেন। বরাক উপত্যকার কৃতী সন্তান, দিল্লিবাসী সুবিমল ভট্টাচার্য সহ আসছেন মাকাইজ, আইডিএসকে সহ অন্যান্য কিছু গবেষণা সংস্থার গবেষকবৃন্দ।অধিবেশনগুলোতে সভাপতিত্ব করবেন ড. সমীর কুমার দাস, ড. সুজিত কুমার ঘোষ, ড. তপোধীর ভট্টাচার্য, ড. বিভাস রঞ্জন চৌধুরী, ড. শান্তনু দত্ত ও ড. সুখেন্দু শেখর দত্ত। গোলটেবিল আলোচনা সঞ্চালনা করবেন সঞ্জীব দেবলস্কর। দেশভাগের শিকার ব্যক্তিদের সঙ্গে কথোপকথন শীর্ষক অধিবেশন সঞ্চালনা করবেন কলকাতার শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজের সহকারী অধ্যাপক অরূপ রতন আচার্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker