Barak UpdatesHappeningsAnalyticsBreaking News
করিমগঞ্জ সবুজ থাকবে কিনা সংশয়Will Karimganj remain as a green zone?
1 মেঃ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জোন ভাগ করে নতুন যে তালিকা তৈরি করেছে, তাতে বরাক উপত্যকার তিন জেলাই সবুজ বলে চিহ্নিত হয়েছে। বঙ্গাইগাঁওয়ের মত করিমগঞ্জ জেলাকেও সবুজ বা নিরাপদ-ই বলা হয়েছে। আসলে কি করিমগঞ্জ গ্রিন বা সবুজ জোনে?
কেন্দ্রীয় নির্দেশিকা কিন্তু ভিন্ন কথা বলে। সেখানে জানানো হয়েছে, গ্রিন জোন হল য়েখানে কোনও করোনা সংক্রমিত হয়নি বা একসময় সংক্রমিত হলেও গত 21 দিনে নতুন করে কেউ আক্রান্ত হননি। রোগীর সংখ্যা, টেস্টের পরিমাণ সহ মোট পাঁচটি বিষয় বিচার করে রেড ও অরেঞ্জ স্থির হয়। ফলে বৃহস্পতিবার করিমগঞ্জে একজনের পজিটিভ হওয়ার পর করিমগঞ্জ আর গ্রিন নেই। বঙ্গাইগাঁও য়েমন চার রোগী ধরা পড়েও নতুন তালিকায় গ্রিন। আসলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বঙ্গাইগাঁও নিয়ে যে ব্যাখ্যা করেছেন, তা করিমগঞ্জেও প্রযোজ্য। অর্থাত বৃহস্পতিবার তালিকাটি চূড়ান্ত করার সময় পর্যন্ত তাদের কাছে বঙ্গাইগাঁওয়ের ধরা পড়ার তথ্য ছিল না। করিমগঞ্জের ধরা পড়ার ঘটনা এরও পরে। ফলে এই বরাক উপত্যকার এই জেলা কমলা বা অরেঞ্জ বলেই মনে করা হচ্ছে।