NE UpdatesBarak UpdatesAnalytics
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা বরদাস্ত নয়, শিলচর এসে মিজোরামকে হুঙ্কার অখিল গগৈরWe won’t tolerate FIR against our CM, says Akhil Gogoi in Silchar
৩১ জুলাই : বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্কের সেতু মসৃণ না হলেও মিজোরামের সঙ্গে সীমা বিবাদ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে সমর্থনের কথা জানালেন কৃষক নেতা তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। শনিবার শিলচরে এসে তিনি কড়া ভাবেই আসামের হয়ে বার্তা দিলেন মিজোরামকে।
এ দিন মিজোরাম সীমান্তের লায়লাপুরে দাঁড়িয়ে অখিল গগৈ বলেন, তিনি নানা বিষয়ে ব্যর্থতার জন্য মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন। সীমান্ত সমস্যাটিও মুখ্যমন্ত্রী এ পর্যন্ত সমাধান করতে পারেননি। কিন্তু মিজোরাম সরকার যদি আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে, তবে তা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। অখিল সাফ বলেন, এক্ষেত্রে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও ধরনের মামলা কোনওভাবেই সহ্য করা হবে না। তিনি মিজোরাম সরকারকে অনতিবিলম্বে এই মামলা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিত দৈমারির নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের বিধায়কদের একটি দল আসাম মিজোরাম সীমান্তের কাছাড় জেলার লায়লাপুরে সীমান্ত এলাকা পরিদর্শন করে। এই পরিদর্শনের সময়ই অখিল গগৈ এ মন্তব্য করেছেন।
Also Read: Mizoram Police files FIR against Assam CM Himanta, 6 top officials & 200 unidentified policemen