India & World UpdatesCultureBreaking News
বালাকোট এয়ারস্ট্রাইক নিয়ে ছবি করছেন বিবেক
Vivek Oberoi to produce movie on Balakot IAF strike

২৩ আগস্ট : এ বার ভারতীয় বায়ুসেনার বালাকোট এয়ারস্ট্রাইক নিয়ে ছবি করছেন বিবেক ওবেরয়। ছবির নাম ‘বালাকোট’। এই ছবিতে প্রযোজকের ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন বিবেক। সম্প্রতি নিজেই এ কথা জানিয়েছেন বিবেক।
পুলওয়ামা জঙ্গি হামলা থেকে শুরু করে বালাকোটে এয়ারস্ট্রাইক, পাকিস্তানি ফাইটার জেটকে ধাওয়া করতে গিয়ে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের পাকিস্তানে পৌঁছে যাওয়া, আটক হওয়া থেকে দেশে ফিরে আসা সবই থাকবে বিবেক ওবেরয়ের এই ছবিতে। সব ঘটনাই বিস্তারিতভাবে তুলে ধরা হবে। উল্লেখযোগ্য অংশ হতে চলেছে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের বীরত্বের কাহিনী।