Barak UpdatesHappeningsBreaking News
অনিন্দ্য সেনের শাস্তি চায় বিশ্ব হিন্দু পরিষদ
Vishwa Hindu Parishad demands punishment of Anindya Sen

20 আগস্টঃ সামাজিক মাধ্যমে শ্রীরামচন্দ্রকে নিয়ে অনিন্দ্য সেনের মন্তব্যকে ‘কুরুচিপূর্ণ’ বলে উল্লেখ করে তাঁর শাস্তি চাইল বিশ্ব হিন্দু পরিষদ। তাঁরা অনিন্দ্যবাবুকে বিকৃতমস্তিষ্ক বলেও আখ্যায়িত করেন। বলেন, এমন শিক্ষক ছাত্রদের পাঠদানের উপযুক্ত নন। তাই আইন অনুসারে পদক্ষেপ করে তাঁকে যেন চাকরি বহিষ্কার করা হয়। অনিন্দ্যবাবুর পাশে যারা দাঁড়াচ্ছেন, তাঁদের সতর্ক করে দিয়ে বিশ্বহিন্দু পরিষদ এক বিবৃতিতে উল্লেখ করে, ‘বিশ্ববিদ্যালয়ের কিছু অধ্যাপক বিষয়টি ধামাচাপা দেওয়ার চক্রান্ত শুরু করেছেন। বিশ্ব হিন্দু পরিষদ পরিস্কার ভাষায় জানিয়ে দিতে চায় যে, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপকর্মে জড়িত অধ্যাপককে আড়াল করতে আদাজল খেয়ে আসরে নেমেছেন, পরিষদ তাঁদেরকেও ছেড়ে কথা বলবে না।’