NE UpdatesHappeningsBreaking News

দেবানন্দ কোঁয়র প্রয়াত
Veteran politician Devanand Konwar passes away

২৫ এপ্রিল: বিহার ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল, আসামের দুইবারের মন্ত্রী দেবানন্দ কোঁয়রের জীবনাবসান ঘটেছে৷ শনিবার সকালে তিনি গুয়াহাটিতে নিজের বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন৷

১৯৫৫ সালে ছাত্রনেতা হিসাবে তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন৷ আজীবন ওই পতাকাতলেই কাজ করে গিয়েছেন৷ বিভিন্ন সময় দলের বিভিন্ন দায়িত্ব পালন করেন৷ হিতেশ্বর শইকিয়া এবং তরুণ গগৈর ক্যাবিনেটে তিনি গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন৷  ২০০৯ সালের ২৯ জুন দেবানন্দবাবু বিহারের রাজ্যপাল পদে নিযুক্ত হন৷ ২০১৩ সালের ২৫ মার্চ তাঁকে ত্রিপুরায় বদলি করা হয়৷ ২০১৪ সালের ২৯ মে পর্যন্ত সেই  দায়িত্বে ছিলেন৷ বিহারের রাজ্যপাল থাকাকালে ৪০ দিন পশ্চিমবঙ্গের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বও পালন করেন৷

দেবানন্দ কোঁয়র কটন কলেজে অধ্যাপনা দিয়ে নিজের পেশাজীবন শুরু করেন৷ গুয়াহাটি কলেজ তিনিই প্রতিষ্ঠা করেন৷ ছিলেন এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ৷ শেষে অবশ্য রাজনীতির সঙ্গে আইনব্যবসাকেই চূড়ান্ত বেছে নিয়েছিলেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker