Barak UpdatesHappeningsBreaking News
বৃহস্পতিবার শিলচরে দশটি কেন্দ্রে কোভিড ভ্যাকসিনVaccine to be administered at 10 centres in Silchar on 9 Sept
ওয়েটুবরাক, ৮ সেপ্টেম্বর: শিলচর শহরের দশটি কেন্দ্রে বৃহস্পতিবার কোভিড ভ্যাকসিন দেওয়া হবে। প্রত্যেকটিতে অন-স্পট রেজিস্ট্রেশনে কোভিশিল্ড দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে । এই কেন্দ্রগুলো হলো শিলচরের কনকপুর রোডের বুনিয়াদি পাঠশালা, ঘনিয়ালা জুনিয়র বেসিক স্কুল, ৬৭৪ নং দাস কলোনি পাঠশালা, ঘনিয়ালা পুলিন বিহারী-নলিনী বিহারী স্কুল, মালুগ্রামের রাধারমন স্কুল, সদরঘাটের অভয়iচরণ পাঠশালা, সোনাই রোডের সোহাগ সুন্দরী পাঠশালা, অম্বিকাপট্টির দুর্গাশংকর পাঠশালা, শিব কলোনি এলপি স্কুল এবং শিলচরের সিভিল হাসপাতাল l তবে সিভিল হাসপাতালে কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এই কেন্দ্রগুলিতে ৪০০টি করে কোভিশিল্ড দেওয়া হবে বৃহস্পতিবার।
এছাড়া শহরের ট্রাংক রোডের আরবান পিএইচসিতে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে ২০০টি দেওয়া হবে। তবে বুধবার রাত নয়টা পর্যন্ত গুয়াহাটি থেকে ভ্যাকসিন এসে পৌঁছেনি। বৃহস্পতিবার সকালে ভ্যাকসিন এসে পৌঁছালেই দেওয়া হবে বলে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে।