NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
মেঘালয়ে পিকনিক করতে গিয়ে গণপ্রহারে হত ১Unruly mob attacks picnic party in Meghalaya, 1 killed 2 injured
১০ মার্চ: ৯ বন্ধু মিলে মেঘালয়ের শিনতাঙে গিয়েছিল পিকনিক করতে৷ ফেরার সময় শিলঙের রাস্তা হারিয়ে ফেলে৷ লাদমৌলঙ এলাকাবাসী তাদের দেখে সাহায্যের বদলে লাঠিসোটা নিয়ে ছোটে৷ ৬ জন দৌড়ে জঙ্গলে আত্মগোপন করে৷ ৩ জনকে গণপিটুনির শিকার হয়৷ কারণ জানা নয়, এ যেন মানুষ মারার আনন্দ৷ ঘটনাস্থলে প্রাণ হারান ম্যাকমিলান খারসন্ডি৷