India & World UpdatesAnalyticsBreaking News
প্রতিটি গ্রামে একজন চিকিৎসক নিয়োগের লক্ষ্য কেন্দ্র সরকারের : অমিত শাহUnion govt pledges to appoint 1 doctor in every villages: Amit Shah
১৪ মার্চ :স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কেন্দ্র সরকার সারা দেশে প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্যসেবা প্রদান করতে বদ্ধপরিকর। তিনি বলেন, সরকার প্রতিটি রাজ্যে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস-এর মতো স্বাস্থ্যসেবা তৈরি করার পক্ষপাতী। তিনি শনিবার দেরাদুনে এইমসের হৃষিকেশের দ্বিতীয় সমাবর্তনে বক্তব্য রাখছিলেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এবং মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেন, কেন্দ্র সরকার ১৩০ কোটি মানুষের জন্য স্বাস্থ্যসেবার ব্যবস্থা করেছে, যা নজিরবিহীন। তাছাড়া কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার ‘সবার জন্য স্বাস্থ্য’ কর্মসূচির আওতায় সারা দেশে ২৯ হাজার মেডিক্যাল আসন তৈরি করেছে।
পর্যাপ্ত পরিকাঠামোর ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, দেশের প্রতিটি গ্রামে একজন করে চিকিতসক নিয়োগের লক্ষ্য নিয়েছে কেন্দ্র সরকার এবং তহশিল পর্যায়ে একজন পিজি ডাক্তার থাকা খুব প্রয়োজন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেন, সবার জন্য স্বাস্থ্য পৌছে দেওয়ার ক্ষেত্রে এইমস হৃষিকেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, চিকিতসা পেশা তাদের মানবতার সেবা করার মহৎ সুযোগ দিয়েছে।
সমাবর্তনের সময় ২৫২ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয় এবং ১৩২ জন শিক্ষার্থীকে শংসাপত্র প্রদান করা হয়েছে। করোনা ভাইরাস হুমকির পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানে যোগদানকারীদের জন্য থার্মাল স্ক্রিনিংয়েরও ব্যবস্থা করা হয়েছিল।