Barak UpdatesHappeningsBreaking News
শিলচর থেকে সিলিন্ডার ভর্তি গাড়ি উধাও, উদ্ধার শুধু ট্রাক
Truck full of cylinders disappeared from Silchar town, empty truck recovered

২৪ ফেব্রুয়ারি : শিলচর শহরের সুভাষনগর থেকে উধাও হয়ে গেল গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক। ট্রাক মালিকের এজাহারের ভিত্তিতে পুলিশ অভিযানে নেমে ট্রাকটি উদ্ধার করলেও গ্যাস সিলিন্ডার গুলো আর পাওয়া যায়নি। এ নিয়ে গোটা শহর জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ অবশ্য এ ঘটনায় ট্রাক চালক আবুল হোসেনকে তার সৈদপুরের বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্যাস সিলিন্ডার ভর্তি এই গাড়িটি ছিল ঈশিতা গ্যাস এজেন্সির। গাড়িচালক আবুল হোসেন শনিবার বড়খলা বটলিং প্ল্যান্ট থেকে ৩০৬টি সিলিন্ডার নিয়ে আসেন শিলচর কলেজ রোডের গ্যাস এজেন্সিতে। চালকের বিবৃতি অনুযায়ী, সে এজেন্সিতে গাড়ির চালানও জমা দেয়। কিন্তু গাড়ি সোমবার আনলোড হবে বলে চালক সিলিন্ডার ভর্তি গাড়িটি সুভাষনগরের অগ্রণী ক্লাবের পুজো মণ্ডপের সামনে রেখে নিজের বাড়ি সৈদপুরে চলে যায়।
কিন্তু সোমবার সকালে হঠাত করেই দেখা যায়, সেখান থেকে গাড়ি উধাও। গাড়ি মালিক সঙ্গে সঙ্গে শহরের রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে একটি এজাহার দায়ের করেন। এরপরই পুলিশ তদন্তে নামে। প্রথমে তুলে নিয়ে আসা হয় গাড়িচালককে। পরে পুলিশ অভিযানে নেমে অন্য এক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে। তবে গাড়িতে থাকা সিলিন্ডারগুলো পাওয়া যায়নি। এ ঘটনায় জনমনে চাঞ্চল্য দেখা দিয়েছে।