NE UpdatesAnalyticsBreaking News
ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্তে জনগণকে নজরদারি বাড়াতে বললেন মুখ্যমন্ত্রী বিপ্লবTripura CM asks citizens to keep vigil on international border
২২ এপ্রিল : ত্রিপুরায় ভারত-বাংলা সীমান্ত এলাকায় কড়া নজর রাখতে জনগণকে অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি আন্তর্জাতিক সীমানা বরাবর নজরদারি এজন্য জোরদার করতে বলেছেন, যাতে পার্শ্ববর্তী দেশ থেকে কেউ এ রাজ্যে প্রবেশ না করতে পারে। এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী সীমান্ত এলাকায় এই নজরদারিকে ‘জনতা পেট্রোলিং বলে উল্লেখ করেছেন।
মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, যে ব্যক্তিরা সীমান্তের কাছাকাছি এলাকায় রয়েছেন, তাদের কর্মততপর থাকতে হবে। তাদের এ বিষয়টি নিশ্চিত করতে হবে যে, কেউ অবৈধভাবে এ রাজ্যে প্রবেশ করেননি। তিনি এও বলেন, প্রশাসনও সীমান্তের দিকে কড়া নজর রেখেছে। উল্লেখ্য বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। রাজ্যকে তিন দিক দিয়ে ঘিরে রেখেছে বাংলাদেশ। মুখ্যমন্ত্রী আরও বলেন, ত্রিপুরার সোনামুড়া, বোয়ালখালি, গণ্ডাছড়া ও অন্য স্থানে যেখানে কাঁটাতারের বেড়া নেই, সেখানে বিএসএফ ও পুলিশ নজরদারি আগের চেয়ে আরও তীব্র করে তুলেছে।