Barak UpdatesHappeningsBreaking News

লোহার গেট পড়ে শিশুর করুণ মৃত্যু রামনগরে
Tragic death of a child at Ramnagar as iron gate falls on him

৬ সেপ্টেম্বর : নির্মীয়মান একটি লোহার গেটের নিচে চাপা পড়ে একটি শিশুর করুণ মৃত্যু হয়েছে শিলচরের রামনগর এলাকায়। হতভাগ্য এই শিশুটি ৮ বছরের দিব্য মালাকার। সে দ্বিতীয় শ্রেণির ছাত্র। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে রামনগরে উত্তেজনা দেখা দেয়। উত্তেজিত জনতা শিলচর-করিমগঞ্জ জাতীয় সড়ক অবরোধ করে রাখেন।

Rananuj

শিলচর শহরে প্রবেশের মুখে রামনগরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ডনবস্কো স্কুলের সামনে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সঞ্জয় চোওকানি নামের একজন ব্যবসায়ীর একটি প্রতিষ্ঠানে নির্মান চলছিল। সেখানে একটি লোহার বড় গেট লাগানোর জন্য রেখেছিলেন কর্মীরা। হঠাত করেই শিশু দিব্য সেখানে এলে তার উপরই পড়ে যায় এই বিশাল গেটটি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়। ঘটনার পরেই শিশুর অভিভাবক ও স্থানীয় জনগণ সেখানে জড়ো হন। তাঁরা ওই প্রতিষ্ঠানে ভাঙচুর চালান বলে অভিযোগ। উত্তেজিত জনতা এরপর কয়েকটি ভারী যানবাহনের ক্ষতিসাধন করেন বলে অভিযোগ।

এরপর স্থানীয় জনগণ শিলচর-করিমগঞ্জ জাতীয় সড়কে অবরোধ গড়ে তোলেন। তাঁরা দাবি জানাতে থাকেন, স্কুলের সামনে এ ধরনের নির্মাণ বন্ধ করতে হবে। এ দিকে, অবরোধের ফলে ব্যস্ততম শিলচর-করিমগঞ্জ সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ছুটে আসে পুলিশ। কিছুক্ষণ পর অবশ্য সড়ক অবরোধ মুক্ত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker