NE UpdatesAnalyticsBreaking News
সোমবার থেকে ইটানগরে ৭ দিনের পূর্ণ লকডাউন
Total lockdown for 7 days in Itanagar from Monday

৪ জুলাই ঃ করোনা ভাইরাসের মারাত্মক বেড়ে যাওয়ায় এ বার সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটছে অরুণাচল প্রদেশও। রাজধানী ইটানগরের জেলা প্রশাসন জানিয়ে দিয়েছে, আগামী সোমবার থেকে পরের রবিবার পর্যন্ত ইটানগরে পূর্ণ লকডাউন থাকবে। মুখ্যমন্ত্রী পেমা খান্ডু নিজের টুইটার হ্যান্ডেলে শনিবার এ কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ৬ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত এই লকডাউন চলবে।
তিনি আরও জানান, এ সংক্রান্ত নীতি নির্দেশিকা ও এসওপি খুব শীঘ্রই ঘোষণা করা হবে। স্বাস্থ্য বিভাগের সূত্রে জানানো হয়েছে, অরুণাচল প্রদেশে এ পর্যন্ত ২৫২ জন কোভিড আক্রান্ত রয়েছেন। ৭৫ জন সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। তবে ১৭৬ জন এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাজ্যে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ২৪ জুন ৪৩ বছর বয়সী কোভিড রোগীর মৃত্যু হয়। তিনি কিডনি রোগেও আক্রান্ত ছিলেন।