NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
Total closure of fish & meat shops, only grocery & pharmacy to be openকড়া ফরমান, খোলা থাকবে শুধু মুদিদোকান ও ফার্মেসি
২৭ মার্চ: লকডাউনে মানুষের সঙ্কট যেন তীব্র না হয়, সেজন্য বৃহস্পতিবার করোনা সতর্কতা কিছুটা শিথিল করেছিল আসাম পুলিশ৷ এরই সুযোগে দলে দলে মানুষ রাস্তায় বেরিয়ে পড়ে৷ সমস্ত ধরনের দোকানপাট খুলে যায়৷ এতে করোনা আশঙ্কা বেড়ে যায়৷ এই প্রেক্ষিতে রাজ্যের মুখ্যসচিব কুমার সঞ্জয়কৃষ্ণ শুক্রবার নতুন নির্দেশ জারি করেন৷
তিনি বলেন, মুদিদোকান ও ফার্মেসি ছাড়া অন্য কোনও দোকান খোলা যাবে না৷ মাছ-মাংসের দোকান একেবারে নয়৷ কোথাও বসবে না সবজির দোকান৷ তবে মুদিদোকানগুলি ইচ্ছে করলে সবজি বিক্রি করতে পারবে৷ এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি এলাকায় একদিন পরপর সবজি-ভেন্ডর পাঠানোর ব্যবস্থা হচ্ছে৷ তবু কেউ যেন চরম বিপদের সময় ঘর থেকে না বের হন, অনুরোধ করেন মুখ্যসচিব৷ সঙ্গে সতর্ক করে দেন, অপ্রয়োজনে কাউকে রাস্তায় ঘুরে বেড়াতে দেখলে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷
কুমার সঞ্জয়কৃষ্ণ জানান, মাছ-মাংস বিক্রির নিষেধাজ্ঞা আগামী ১ এপ্রিল খতিয়ে দেখা হবে৷