India & World UpdatesHappeningsBreaking News
আর কয়েক ঘণ্টার অপেক্ষা, চন্দ্রযান পা রাখবে চাঁদের মাটিতে
ওয়েটুবরাক, ২২ আগস্ট : আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম পা রাখবে চাঁদের মাটিতে।
সফল ভাবে অবতরণ করলে তা ভারত এবং ভারতীয়দের জন্য অত্যন্ত গর্বের এক মুহূর্ত হবে। তবে ইসরোর বিজ্ঞানীদের কাজ তার পরই৷ রোভারের মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুকে নিয়ে পরীক্ষা চালাতে হবে তাঁদের। আজও পর্যন্ত কেউ পা রাখেনি চাঁদের দক্ষিণ মেরুতে। তাই জানতে হবে কী আছে সেখানে।
পরিকল্পনা অনুযায়ী ২৩ আগস্ট সন্ধ্যা পৌনে ছ’টা নাগাদ চাঁদের মাটিতে অবতরণ প্রক্রিয়া শুরু করতে পারে চন্দ্রযান ৩। চাঁদে পৌঁছাতে ৪০ দিনের মতো সময় লাগছে ভারতের মহাকাশযানের। বিক্রম’ যখন চাঁদের মাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার উচ্চতায় থাকবে, তখন ল্যান্ডার মডিউলটি পালকের মতো করে চাঁদের মাটির দিকে নামতে শুরু করবে। এর জন্য লাগবে মোট ২০ মিনিট।
তবে ইসরোর ‘স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার’-র অধিকর্তা নীলেশ এম দেশাই জানিয়েছেন, ২৩ আগস্ট পরিস্থিতি বিক্রমের অবতরণের জন্য যদি অনুকূল না হয়, তাহলে অবতরণ পিছিয়ে দেওয়া হতে পারে।