India & World UpdatesBreaking News

জঙ্গি ঘাঁটিতে আক্রমণ : অভিনন্দনে ভাসল বিমান বাহিনী
Terrorist camps devastated: Praises showered upon IAF

২৬ ফেব্রুয়ারি : মঙ্গলবার কাকভোরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর হামলার প্রেক্ষিতে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। দল-মতের উর্ধ্বে উঠে অনেকেই এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

এই বিমান হামলার পরেই মহারাষ্ট্র বিধানসভায় মঙ্গলবার ভারতীয় বিমান বাহিনীকে অভিনন্দন জানানোর জন্য এক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইট বার্তায় বলেছেন, ‘আমি ভারতীয় বিমান বাহিনীর পাইলটদের অভিবাদন জানাচ্ছি।‘ বিজেপির সুব্রহ্মনিয়ম স্বামী বলেছেন, ‘আমাদের নিজেদের সুরক্ষা করতেই হবে। তারা আমাদের উপর একের পর এক আক্রমণ করেই যাচ্ছে, ফলে দেশের সরকার তাদের ১০০০ হাজার বোমা হামলা করে যোগ্য জবাব দিয়েছে।‘

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, পাকিস্তানে জঙ্গিদের ওপর হামলা চালিয়ে ভারতীয় বিমান বাহিনীর পাইলটরা আমাদের গর্বিত করেছে। তাঁদের সাহসিকতাকে আমি অভিবাদন জানাই।‘ একই কথা বলেছেন, আরজেডি-র তেজস্বী যাদবও।

বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিং বলেন, ‘তারা ভারতকে ১০০০ টুকরো করে দেওয়ার কথা বলেছে। আমরা বলছি, তোমরা বার বার আমাদের উপর আক্রমণ করেছ, আমরা বলেছিলাম, আমাদের প্রতিরোধ হবে আরও শক্তিশালী ও ভয়ানক। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাবড়েকর বলেছেন, ‘দেশের নিরাপত্তার জন্য এই পদক্ষেপ নেওয়া খুব জরুরি ছিল। ভারতীয় সুরক্ষা বাহিনী সত্যিই এই পদক্ষেপের মাধ্যমে মহা পরাক্রম দেখাল।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভারতীয় বিমান বাহিনীকে অভিবাদন জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেছেন, আইএফ-র অর্থ ইন্ডিয়াস অ্যামেজিং ফাইটার্স।‘ বিজেপির রামমাধব বলেছেন, প্রত্যেক ভারতীয় যারা শহিদদের প্রাণাহুতির জন্য চোখের জল ফেলেছেন, তাঁরা বিমান বাহিনীর এই প্রতিশোধ দেখে খুশি হবেন।‘ সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও ভারতীয় বিমান বাহিনীকে এই পদক্ষেপের জন্য অভিনন্দিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker