India & World UpdatesBreaking News
ডকুমেন্ট ছাড়াই আধার সেবাকেন্দ্রে গিয়ে কার্ডে পরিবর্তন করতে পারবেন ব্যবহারকারীরা
১৯ সেপ্টেম্বর : ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া একটি নোটিশ জারি করে জানিয়েছে, আধার কার্ড হোল্ডারদের কোনও তথ্য পরিবর্তন করতে হলে কোনও ডকুমেন্টের প্রয়োজন পড়বে না। আধার কার্ড ব্যবহারকারীরা তাদের ছবি, সই, ফিঙ্গারপ্রিন্ট, আইআরআইএস স্ক্যান, মোবাইল নম্বর বা ইমেল আইডি পরিবর্তন করতে চাইলে কেবলমাত্র কাছের আধার সেবা কেন্দ্রে গিয়ে আপডেট করিয়ে নিলেই হবে বলে জানানো হয়েছে।
এই বছরের জুলাই মাসে দিল্লি এবং বিজয়ওয়াড়াতে প্রথমবার ইউআইডিএআই তাদের প্রথম আধার সেবাকেন্দ্র খোলে। বছরের শেষের মধ্যে দেশজুড়ে ১১৪টি কেন্দ্র খোলার পরিকল্পনা তাদের রয়েছে। পাসপোর্ট সেবাকেন্দ্রের মতই এই সেবাকেন্দ্র বর্তমানে সারা দেশের ৫৩টি শহরে রয়েছে এই পরিষেবা প্রদান করার জন্য। আধার কার্ড ব্যবহারকারীরা কার্ডে কোনওরূপ পরিবর্তন করতে চাইলে এইসব কেন্দ্রে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বা সেবাকেন্দ্রে গিয়ে পরিষেবা তারা নিতে পারবেন।