Barak UpdatesBreaking News
হোয়াটস অ্যাপে ক্লাশ করতে নির্দেশ শিক্ষকদেরTeachers directed to take class via WhatsApp
পড়া বুঝতে সমস্যা হলে, শিক্ষকরা তাঁদের বাড়ি গিয়ে দেখিয়ে আসবেন
২০ মার্চ: করোনার কারণে স্কুল বন্ধ থাকলেও লেখাপড়া চালিয়ে যেতে শিক্ষক-শিক্ষিকাদের নির্দেশ দেওয়া হয়েছে৷ কী করে তা সম্ভব? বিভাগীয় পরামর্শ, স্কুলের প্রধান শিক্ষক ও শ্রেণী শিক্ষকরা ক্লাসের ছাত্রছাত্রী বা তাদের অভিভাবকদের মোবাইল নম্বর একত্রিত করে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করবেন। ছাত্রসংখ্যা বেশি হলে গুগল ক্লাসরুমের সাহায্য নেওয়া হবে।
এরপর ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই চলবে পড়াশোনা। যে সব বাবা-মায়ের স্মার্টফোন নেই, সেখানে স্থানীয় যুবক বা ক্লাবের সাহায্য নিয়ে ছাত্রছাত্রীদের কাছে নির্দিষ্ট সময়ে স্মার্টফোনের সুবিধা পৌঁছে দেওয়া হবে। শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে, পড়া বুঝিয়ে দেওয়া ছাড়াও তাঁরা হোয়াটসঅ্যাপেই হোমওয়ার্ক দেবেন এবং দেখবেনও৷
গুরুত্বপূর্ণ পাঠ্য বিষয় নিয়ে ছোট ভিডিও আপলোড করবেন শিক্ষকরা। যে সব ছাত্রছাত্রীর পড়া বুঝতে সমস্যা হবে, শিক্ষকরা তাঁদের বাড়ি গিয়ে দেখিয়ে আসবেন। হোয়াটসঅ্যাপ পঠনপাঠন চলবে সকাল ৭টা থেকে ৯টা ও রাত ৭টা থেকে ৯টা পর্যন্ত।