India & World UpdatesBreaking News

কোভিড ১৯ মোকাবিলায় ১৫০০ কোটি দিচ্ছে টাটা গোষ্ঠী
Tata’s to donate Rs.1500 crore for fight against corona

২৮ মার্চ : শুক্রবার ভারতে রেকর্ড বেড়েছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। এদিন আক্রান্ত হয়েছেন ১৪৯ জন। শনিবার কোভিড ১৯ মোকাবিলায় ৫০০ কোটি টাকা দিল টাটা ট্রাস্ট। চেয়ারম্যান রতন টাটা একথা ঘোষণা করেন। একইসঙ্গে টাটা সনস দিচ্ছে আরও ১ হাজার কোটি টাকা। সব মিলিয়ে ভারতে কোভিড ১৯ মোকাবিলায় দেড় হাজার কোটি টাকা দিচ্ছে টাটা গোষ্ঠী। এ দিন টাটা সনসের পক্ষ থেকে বিবৃতি দেন সংস্থার চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। তিনি বলেন, বিশ্ব জুড়ে যেভাবে কোভিড ১৯ ছড়িয়ে পড়েছে তা খুবই উদ্বেগজনক। এই পরিস্থিতির মোকাবিলায় আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে।

Rananuj

একইসঙ্গে চন্দ্রশেখরন জানিয়েছেন, তাঁরা টাটা ট্রাস্টের সঙ্গে যৌথভাবে কাজ করবেন। আপাতত তাঁরা বিদেশ থেকে ভেন্টিলেটর আনতে চান। পরে যাতে এদেশেই ভেন্টিলেটর তৈরি করা যায়, তারও চেষ্টা করবেন।

টাটা সনসের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটা এ দিন টুইট করে বলেন, “মানবজাতি এখনও পর্যন্ত সবচেয়ে কঠিন যে চ্যালেঞ্জগুলি মোকাবিলা করেছে, তার অন্যতম হল কোভিড ১৯। অতীতে টাটা ট্রাস্ট ও টাটা গ্রুপের বিভিন্ন কোম্পানি দেশের প্রয়োজনে সাড়া দিয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker