India & World UpdatesBreaking News

করোনা হেলমেট তৈরি করে সচেতনতার বার্তা শিল্পীর
Artist makes corona helmet to create awareness

২৮ মার্চ : করোনা ভাইরাস মহামারি সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে চেন্নাইয়ের এক শিল্পী অদ্ভুত ধরনের একটি হেলমেট তৈরি করলেন। এই ‘করোনা হেলমেট’ তৈরিতে শিল্পীকে সাহায্য করেছেন এক পুলিশ আধিকারিক।

লোকজনের মধ্যে যারা বাড়িতে না থেকে রাস্তায় বেরিয়ে পড়েন, তাদের মোকাবিলা করতে এই অদ্ভুত ধরনের করোনা হেলমেট তৈরি করা হয়েছে। এ ব্যাপারে ওই শিল্পী জানিয়েছেন, সাধারণ মানুষ এখনও করোনা ভাইরাসকে গুরুত্ব দিয়ে নিচ্ছেন না। এর ভয়াবহতা সম্পর্কেও বুঝতে পারছেন না তারা। অপ্রয়োজনে যারা রাস্তায় বেরিয়ে আসেন, তাদের পুলিশ শায়েস্তা করেও আটকাতে পারছে না।

তিনি জানান, এই খেয়াল তাঁর মাথায় এসেছে একটি ভাঙা হেলমেট ও কিছু কাগজ হাতে নিয়ে। এরপরই তিনি এগুলো দিয়ে করোনা হেলমেট তৈরি করেছেন। এছাড়াও ওই শিল্পী বেশ কিছু প্লেকার্ড ও স্লোগান তৈরি করে তা পুলিশকে সমঝে দিয়েছেন। এই হেলমেট ব্যবহারের পর জনৈক পুলিশ আধিকারিক জানান, এটি ব্যবহার করে অনেক সুফলও পাওয়া গেছে। এই হেলমেটটি পরে জনৈক পুলিশ ইন্সপেক্টর রাজেশ বাবু লকডাউন ভঙ্গ করে রাস্তায় বেরোনো লোকদের এর ভয়াবহতা বুঝিয়েছেন। অন্য এক পুলিশ কর্মী জানান, এই হেলমেটটি মাথায় পরে রাস্তায় বেরোনোর পর অনেকের মধ্যেই করোনা ভাইরাসের ভয়াবহতার চিত্র স্পষ্ট হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker