Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে সাংবাদিকদের লালারসের নমুনা সংগ্রহSwab samples of journalists collected in Silchar
২২ জুন: আসাম টারগেটেড সার্ভেল্যান্স প্রোগ্রামে সোমবার সাংবাদিকদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়৷ সঙ্গে ছিলেন সার্কিট হাউসের কয়েকজন কর্মীও৷ এর আগে একই প্রোগ্রামে শহরের পেট্রল পাম্প ও হোটেল কর্মীদের লালারস নেওয়া হয়েছিল৷ পরে স্বাস্থ্যকর্মী এবং পুলিশদের লালারসও কোভিড পরীক্ষার জন্য নেওয়া হবে বলে ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানিয়েছেন৷
তিনি বলেন, জেলাশাসক কীর্তি জল্লির আগ্রহে সাংবাদিকদের কোভিড টেস্টের ব্যবস্থা করা হয়েছে৷ মোট ৪১ জন এ দিন সার্কিট হাউসস্থিত শিবিরে স্বেচ্ছায় কোভিড পরীক্ষার জন্য এগিয়ে এসেছেন৷
শিবির পরিচালনায় ছিলেন ল্যাবরেটরি টেকনিশিয়ান বীরেন্দ্র রায়, মহীতোষ বর্মন ও অরুণাভ দাস৷ সঙ্গে ডিস্ট্রিক্ট আরবান হেলথ সার্ভিসের ইন্দ্রজিৎ দে৷