Barak UpdatesHappeningsBreaking News

করিমগঞ্জে বিজেপির ১০২ জন নেতা-কর্মীর লালারস সংগ্রহ
Swab sample of 102 BJP leaders & workers collected in Karimganj

২৩ জুন: বিধায়ক কৃষ্ণেন্দু পাল করোনায় আক্রান্ত হওয়ায় বিজেপির করিমগঞ্জ জেলা অফিস বন্ধ করে দেওয়া হয়েছে৷ সোমবার রাতে তাঁর পজিটিভ নিশ্চিত হতেই পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয় ৷ সভাপতি সুব্রত ভট্টাচার্য জানান, প্রায় প্রতিদিন কৃষ্ণেন্দুবাবু পার্টি অফিসে এসেছেন৷ তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ৭ দিনের জন্য তালা দেওয়া হয়েছে৷ পুরো স্যানিটাইজ করে ৩০ জুন ফের অফিস খোলা হবে৷ তাঁর কথায়, নিয়মিত যারা বিজেপি অফিসে যান, এমন ১০২ জন নেতা-কর্মীর লালারসের নমুনা মঙ্গলবার সংগ্রহ করা হয়েছে৷

Rananuj

করিমগঞ্জ সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অস্থায়ী নমুনা সংগ্রহ শিবির গড়া হয়৷ সেখানেই দলের নেতা-কর্মীদের ডেকে পাঠানো হয়৷ বিধায়কের বাড়িতেও এ দিন পরিবারের সদস্য সহ ২৫ জনের লালারস নেওয়া হয়েছে৷ বুধবার একই ধরনের অস্থায়ী শিবির বসবে পাথারকান্দি ও লোয়াইরপোয়ায়৷ বিধায়কের সান্নিধ্যে থাকা সকলের কোভিড টেস্টের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন, জানান সুব্রতবাবু৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker