Barak UpdatesBreaking News

হোলির অনুষ্ঠানে একমঞ্চে সুস্মিতা-দিলীপ
Sushmita-Dilip shares same dias in a Holi programme

১৬ মার্চঃ জম্পেশ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে হোলি মিলন ও অভিনন্দন সমারোহ আয়োজিত হল শিলচরে। যৌথ ব্যবস্থাপনায় ছিল মারোয়ারি যুব মঞ্চ, মারোয়ারি সম্মেলন ও হোলি উৎসব মঞ্চ। শনিবার সন্ধেয় রাজীব ভবনে ছিল অনুষ্ঠান। চলে কয়েক ঘন্টা ধরে।

Rananuj

মুখ্য অতিথি ছিলেন রাজস্থান নখা’র বিধায়ক বিহারীলাল জি বিশ্নই ও বিকানের এর মেয়র নারায়ণ জি চোপড়া। তাছাড়া, সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন সাংসদ সুস্মিতা দেব, চার বিধায়ক দিলীপ কুমার পাল,  অমরচাঁদ জৈন, আমিনুল হক ও রাজদীপ গোয়ালা, ডা: রাজদীপ রায়, কৌশিক রাই সহ আরও বিশিষ্টজনেরা।

প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন হয় অনুষ্ঠানের। এরপর রাজস্থানের ঐতিহ্য ও পরম্পরাকে নাচে, গানে  কথায় তুলে ধরেন  রাজস্থান জয়পুরের ‘ভিনা মিউজিক্যাল গ্রুপ’ এর শিল্পীরা। বিশেষ করে রাজস্থানী লোক গান  আর নৃত্যই  ছিল বাড়তি আকর্ষণ। এ দিন রাজস্থান থেকে আমন্ত্রিত দুই মুখ্য অতিথির মাথায় অসমের ঐতিহ্যবাহী  ঝাঁপি পরিয়ে দেন  সুস্মিতা দেব ও দিলীপ কুমার পাল।

English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker