Barak UpdatesCultureBreaking News

১৯ জুন শিলচরে মুক্তি পাচ্ছে রাহু, জানালেন সুবিমল
Subimal Bhattacharjee announces the release of short film ‘Rahu’ on 19 June

১২ জুন : শিলচরে নির্মিত শর্ট ফিল্ম রাহু আগামী ১৯ জুন স্থানীয় রাজীব ভবনে মুক্তি পাচ্ছে। এ দন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ছবিটি দেখানো হবে। যুক্ত-এর প্রতিষ্ঠাতা সঞ্চালক সুবিমল ভট্টাচার্য বুধবার এ কথা জানিয়েছেন। এই ছবিটি প্রচার ও প্রসারে রয়েছে দ্য পেনিনসুলা স্টুডিও। ছবির প্রযোজক সুবিমল ভট্টাচার্য। এর কাহিনি ও চিত্রনাট্য তৈরি করেছেন কনাদ ভট্টাচার্য। রাহু’র নির্দেশনায় রয়েছেন কনাদ ভট্টাচার্য ও প্রণব শীল।

Rananuj

নিজের স্বপ্নকে সাকার করতে বাবা-মা শিশুর উপর পড়াশোনা ও কেরিয়ার নির্বাচনে যে চাপ সৃষ্টি করেন, অনেক ক্ষেত্রে এই চাপের জন্য ছেলেমেয়েদের উপর নেতিবাচক প্রভাব পড়ে, তা-ই মূলত এই শর্ট ফিল্মের কাহিনি। ছবির শুটিং হয়েছে শিলচরে এবং এর সব অভিনেতা অভিনেত্রী এই শহরেরই। সুবিমল ভট্টাচার্য জানান, যুক্ত-এর সহযোগিতায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত মিউজিক কোম্পানি দি পেনিনসুলা স্টুডিওর নেটওয়ার্কে ১৯ জুন ছবিটি মুক্তি পাচ্ছে। এই কোম্পানি আগে রাহু’র মিউজিক প্রকাশ করেছিল।

পেনিনসুলা স্টুডিওর প্রতিষ্ঠাতা সঞ্চালক সিতা রায়না আশা প্রকাশ করেন, আগামীতে শিলচর থেকে বড় মাপের অভিনেতা বেরিয়ে আসবে। প্রসঙ্গত, এই ছবিটির মুক্তি বরাক উপত্যকার প্রচার ও প্রসারের ক্ষেত্রে যুক্ত-এর আরেকটি মাইলফলক। ছবিটি তৈরি করতে দু’বছর সময় লেগেছে। এতে কুড়িজন কলাকুশলী রয়েছেন। কলকাতার নামিদামি ব্যান্ড ক্যাকটাস এই ছবির থিম সং গেয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker