HappeningsBreaking News
মাধ্যমিকে ফেল করে আত্মঘাতী ছাত্রী
Student commits suicide after failing to pass HSLC

১৬ মে : মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে না পেরে আত্মঘাতী হল এক ছাত্রী। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হোজাই জেলার লঙ্কায়। হতভাগ্য এই ছাত্রীটি দীপিকা দে। লঙ্কার বাডস ইংলিশ স্কুল থেকে সে মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। বুধবারই আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদ স্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। আর নিজের ফল দেখার পরই সে আত্মহত্যার পথ বেছে নেয় বলে পুলিশ জানিয়েছে। সূত্র অনুযায়ী, মেয়েটি মোট ৬০০ নম্বরের মধ্যে ২৩৫ পেয়েছে।
এ দিকে পুলিশ জানায়, হতভাগ্য ছাত্রীটির বাড়ি হোজাই থানার জয়রামবাসীতে। সে গৌতম চন্দ্র দে ও শিল্পী দে-র তৃতীয় কন্যা। নিজের ঘরেই মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রাও মনে করছেন, পরীক্ষায় পাশ না করেই মেয়েটি আত্মঘাতী হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আকস্মিক এই ঘটনায় শোকার্ত হয়ে পড়েছে গোটা পরিবার।