Barak UpdatesBreaking News

পাথরবাহী টিপার দুর্ঘটনাগ্রস্ত, মৃত ২
Stone-laden tipper lorry met with accident, 2 died

৫ ডিসেম্বর : মহাসড়কে একটি পাথরবাহী টিপার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ২ যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই দুর্ঘটনায় অন্য ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে বড়খলা থানার কচুথলে মহাসড়ক থেকে একটি পাথরবাহী টিপার প্রায় ৯০ ফুট নিচে পড়ে যায়। এতে ২ যাত্রী হত ও অন্য ৮ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর পাথরগুলো নিচে পড়ে যায়। আর এতেই গাড়িতে থাকা দুই ব্যক্তি পাথরের নিচে চাপা পড়ে যান। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যায় বড়খলা পুলিশ। প্রথমে আহতদের উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু গভীর রাতে মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বুধবার সকালে স্থানীয় লোকজনের সাহায্যে পাথর সরিয়ে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়। জানা যায়, মৃত দুই ব্যক্তি উত্তম গোয়ালা ও বিনু গোয়ালা। ময়না তদন্তের পর মৃতদেহ দুটি পরিবারের হাতে সমঝে দেওয়া হয়েছে।

December 5: A stone-laden tipper lorry lost control and met with an accident at Mahasadak. The lorry fell into a gorge resulting in the death of 2 persons. Eight others were reported to have been injured. Police informed that the tipper lorry fell down in a 90 feet gorge in a place called Kachuthal under Borkhola. The two deceased were identified as Uttam Goala and Binu Goala.


 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker