Barak UpdatesBreaking News

জাতীয় সংবাদমাধ্যম দিবসে রাজ্য পর্যায়ের অনুষ্ঠান এবার শিলচরে
State programme of National Press Day to be held at Silchar

১ অক্টোবর : আগামী ১৬ নভেম্বর জাতীয় সংবাদ মাধ্যম দিবসের রাজ্য পর্যায়ের অনুষ্ঠান এ বার শিলচরে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সর্বানন্দ সোনোয়াল সরকার৷ এর প্রস্তুতির জন্য মঙ্গলবার শিলচরে জেলাশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয় l

কাছাড়ের জেলা উন্নয়ন কমিশনার জেসিকা রোজ লালসিম এর পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় রাজ্যের তথ্য ও জনসংযোগ বিভাগের যুগ্ম সঞ্চালক কনকেশ্বর বড়গোহাঁই উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনি জানান, সরকারি নির্দেশ অনুসারে রাজ্যস্তরে জাতীয় সংবাদমাধ্যম দিবস এবার প্রথমবারের মতো শিলচরে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে l সেদিন তিন জেলার ছয়জন সাংবাদিককে রাজ্য সরকার সংবর্ধনা জানাবে।

সভায় মুখ্যমন্ত্রীর ওএসডি শেখর দে কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দির সংবাদমাধ্যমের বরিষ্ঠ সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, আইনজীবী সহ প্রশাসনিক স্তরের বিভিন্ন আধিকারিকদের সমন্বয়ে একটি উদযাপন কমিটি এবং বিভিন্ন সাব-কমিটি গঠনের প্রস্তাব দেন। সে অনুসারে

সিদ্ধান্ত নেওয়া হয় যে, কাছাড়ের জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরিকে সভাপতি হিসেবে রাখা হবে। সবাই তাতে সায় জানান। কার্যকরী সভাপতি জেলা উন্নয়ন কমিশনার জেসিকা লালসিম। আহ্বায়ক হিসেবে অতিরিক্ত জেলাশাসক রাজীব রায়কে মনোনীত করা হয়। প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে থাকবেন যুগ্ম সঞ্চালক কনকেশ্বর বড়গোহাঁই এবং ওএসডি শেখর দে। পরামর্শদাতারা হলেন অধ্যাপক কমলেন্দু ভট্টাচার্য, নীলোৎপল চৌধুরী, তৈমুর রাজা চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী এবং নিলয় পাল l


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker