NE UpdatesHappeningsBreaking News
কোন জোনে কী খুলবে, পৃথক বিজ্ঞপ্তি দেবে রাজ্য সরকারState govt to give separate notification as regards relaxation in different zones
2 মেঃ জোন বিভাজন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক করে দিয়েছে। তবে কোন জোনে কী কী খোলা থাকবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তা স্থির করে দিলেও রাজ্য সরকার নিজের মত করে বিজ্ঞপ্তি জারি করবে। আসামেও রবিবার সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের মুখপাত্র হিমন্ত বিশ্ব শর্মা শনিবার এই কথা জানিয়েছেন।
তবে পৃথক বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও কেন্দ্রের নির্দেশিকা মতই যে তা হবে, তিনি এরও ইঙ্গিত দিয়ে রাখেন। বলেন, সোমবার থেকে গ্রিন জোনে বাস চলবে। বেসরকারি বাসের ব্যাপারে অবশ্য মন্তব্যে যাননি। জানিয়ে দেন, এএসটিসি বাস চলবে। 50 শতাংশ আসনে যাত্রী নেওয়া হবে। বাকি 50 শতাংশ ফাঁকা থাকবে। আবার এখানে যে হুবহু কেন্দ্রের নির্দেশিকা মেনে চলা হবে, তাও নয়৷ হিমন্ত জানান, কেন্দ্র রাত ৭টা থেকে ভোর সাতটা পর্যন্ত মানুষের চলাচলে নিষেধাজ্ঞা জারির কথা বলেছে৷ আসামে ‘কার্ফু’ হবে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা৷