India & World UpdatesHappeningsBreaking News
ফুসফুসে সংক্রমণ, হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্য
কলকাতা : ফুসফুসে গুরুতর সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। রাত বাড়তে আচমকাই তাঁর শারীরিক অবস্থা আরও সংকটজনক হয়ে পড়ে বলে হাসপাতাল সূত্রের খবর। প্রথমে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ‘নন-ইনভেসিভ ভেন্টিলেশন’-এ রাখা হয়। তাঁর অবস্থা দেখে রাতে ‘ইনভেসিভ ভেন্টিলেশন’-এ দেওয়ার সিদ্ধান্ত নেনে চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, আগামী তিনদিন ভেন্টিলেশনে পর্যবেক্ষণে থাকবেন তিনি।
শনিবার সারা রাত কড়া পর্যবেক্ষণে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে খবর, রাতে বুদ্ধদেব ভট্টাচার্যের রক্তচাপ ও অক্সিজেনের মাত্রা মোটামুটি ঠিক ছিল। মূত্রত্যাগের পরিমাণও সঠিক ছিল। তবে বেশি ছিল রক্তে সুগারের পরিমাণ। ক্রিয়েটিনের মাত্রা সামান্য বেশি। তবে এখনও কাটেনি সংকট। তবে ঘণ্টায় ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থা বদলাতে থাকায় কিছুটা উদ্বেগে ছিলেন চিকিতসকরা। তাঁর বাঁ দিকের ফুসফুসে সংক্রমণ বেশি। কী ধরনের ব্যাক্টিরিয়া থেকে এই সংক্রমণ, তা জানতে রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে তিনি এখনও বাইপাসের সাহায্যে শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন বলে জানা গেছে। তাঁর চিকিতসায় ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
দীর্ঘ দিনের সিওপিডি-র রোগী বুদ্ধদেব শনিবার গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, দুপুরের খাবার খাওয়ার পরেই শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তারপর তড়িঘড়ি পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে তাঁকে আলিপুরের ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।