NE UpdatesHappeningsBreaking News

বহিরাজ্যে আটকে পড়াদের জন্য সাহায্য চেয়ে ৬ মুখ্যমন্ত্রীকে ফোন সর্বানন্দের
Sonowal calls 6 CMs & discusses issue of migrant labourers stranded outside

১৯ এপ্রিল : বাইরের বিভিন্ন রাজ্যে আটকে পড়া আসামের নাগরিকদের জন্য সাহায্যের আবেদন জানিয়ে রবিবার বিভিন্ন রাজ্যের ৬ মুখ্যমন্ত্রীকে টেলিফোন করলেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। লকডাউনের জন্য দেশের বিভিন্ন রাজ্যে আসামের কয়েক হাজার মানুষ আটকে পড়েছেন। এই আটকে পড়া মানুষদের জন্যই তিনি এ দিন টেলিফোন করেন।

মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এ দিন টেলিফোন করেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। তাঁদের টেলিফোন করে মুখ্যমন্ত্রী সনোয়াল সেইসব রাজ্যে আটকে পড়া আসামের নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা করার আর্জি জানিয়েছেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির আহবানে দ্বিতীয় পর্যায়ের লকডাউন শুরু হয়েছে। জানা গেছে, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ দিন টেলিফোন করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের আসামের নাগরিকদের জন্য আশ্রয়, খাবার দাবার এবং যথাযথ ওষুধপত্রের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন। এই টেলিফোন আলাপচারিতায় সনোয়াল অবশ্য মুখ্যমন্ত্রীদের জানিয়ে দিয়েছেন যে, তাঁদের রাজ্য থেকে পাঠানো চিঠি আসাম সরকার পেয়েছে। এ প্রসঙ্গে সনোয়াল বলেছেন, লকডাউনের ফলে বাইরের বিভিন্ন রাজ্যের যেসব নাগরিক আসামে আটকে রয়েছেন তাদের দেখভাল করার যথাযথ ব্যবস্থা আসাম সরকার হাতে নিয়েছে।

তিনি বলেন, এ রাজ্যে আটকে পড়া বাইরের রাজ্যের নাগরিকদের দেখভালের জন্য রাজ্যের সব জেলাশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। এই আলোচনায় মুখ্যমন্ত্রী সনোয়াল বর্তমান দুর্যোগপূর্ণ সময়ে সবাইকে একজোট হয়ে কাজ করার অনুরোধও করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker