India & World UpdatesAnalyticsBreaking News

করোনা মোকাবিলায় মোদিকে ৫ টিপস সোনিয়ার
Sonia gave 5 tips to combat coronavirus

৭ এপ্রিল : করোনা মোকাবিলায় রাজনৈতিক মতবিরোধকে একপাশে সরিয়ে বিরোধী দলনেতাদের পরামর্শ চেয়েছেন প্রধানমন্ত্রী মোদি। ইতিমধ্যে বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সও করেছেন নমো। এর প্রেক্ষিতে মঙ্গলবার এক চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রীকে কিছু টিপস দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। চিঠিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে মূলত পাঁচটি পরামর্শ ছিল কংগ্রেস নেত্রী সোনিয়ার তরফে।

Rananuj

এরমধ্যে সরকারি বিজ্ঞাপন বন্ধ করা, নতুন সংসদ ভবন সহ দিল্লির সৌন্দর্যায়নের জন্য ২০,০০০ কোটি ব্যয় করার প্রকল্প বাতিল করা, সরকারি খরচে মন্ত্রী-আধিকারিকদের বিদেশযাত্রা স্থগিত রাখা ইত্যাদি ছিল বিশেষ। ২০ হাজার কোটি প্রসঙ্গে সোনিয়া গান্ধী বলেন, এই রকম বিপর্যয়ের সময় এমন ব্যয়বহুল কাজকর্ম বা চিন্তাধারা মোটেই যুক্তিসঙ্গত নয়। এই অর্থ নতুন হাসপাতাল সহ ওষুধের দোকানের পরিকাঠামো তৈরির কাজে ব্যয় করা যেতে পারে। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ব্যবহৃত জরুরি সামগ্রী তৈরিতেও খরচ করা যেতে পারে এই অর্থের কিছুটা। স্বাস্থকর্মীদের জন্য সুরক্ষার সরঞ্জাম ও সুবিধা প্রদানেও এই টাকার এক অংশ কাজে লাগাতে পারে সরকার।

কংগ্রেস সভানেত্রীর কথায়, বছরে সংবাদ মাধ্যমে বিজ্ঞাপনের খাতে হাজার কোটির চাইতেও বেশি টাকা ব্যয় করে কেন্দ্র সরকার। বর্তমান পরিস্থিতিতে করোনা সম্পর্কিত বিজ্ঞাপন ছাড়া বাকি সবধরনের বিজ্ঞাপন বন্ধ রেখে এই সমান অঙ্কের টাকা ব্যয় করা যেতে পারে করোনা খাতে। করোনা পরবর্তী অবস্থায় অর্থনীতিকে চাঙ্গা করতেও করোনা মোকাবিলায় এই টাকা প্রয়োজনীয় হতে পারে। তাই আগামী দু’বছরের জন্য টেলিভিশন, খবরের কাগজ বা কোনওরকম অনলাইন মিডিয়াতে সরকারি বিজ্ঞাপনও বন্ধ রাখতে বলেন সোনিয়া গান্ধী।

Pic Credit:The Indian Express

এদিকে, কংগ্রেস সভানেত্রীর বিজ্ঞাপন বন্ধের এই প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে দ্য নিউজ ব্রডকাস্টার্স এসোসিয়েশন(এনবিএ)। সোনিয়া গান্ধীর এধরনের প্রস্তাব সংবাদমাধ্যম পরিবারকে নিরুৎসাহিত করবে বলে মত প্রকাশ করে এনবিএ। সংস্থার সভাপতি রজত শর্মা বলেন, নিজের জীবন পণ রেখে দিনরাত সমাজের স্বার্থে কাজ করে যান সংবাদমাধ্যমের এক-এক কর্মী। এই করোনা আতঙ্কের পরিবেশেও সেই একইভাবে নিজের ও পরিবারের মায়া ছেড়ে দেশ ও দশের সেবায় রয়েছেন সংবাদ কর্মীরা। এই অবস্থায় কংগ্রেস সভানেত্রীর এমন প্রস্তাব যে সংবাদ মাধ্যমের ওপর বিরূপ প্রভাব ফেলবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker