India & World UpdatesBreaking News
রাহুল নন, সোনিয়াই নেতা কংগ্রেস সংসদীয় দলেরSonia Gandhi re-elected as leader of Congress Parliamentary Party
১ জুনঃ মা-ছেলে উভয়ে জিতে সংসদে গেলেও কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন হিসাবে নির্বাচিত হলেন সোনিয়া গান্ধীই। শনিবার নতুনদিল্লিতে সংসদীয় দলের বৈঠকে সদ্য নির্বাচিত ৫২ জন সাংসদের সবাই হাজির হন। ছিলেন রাজ্যসভায় দলের সাংসদেরাও। এই বৈঠকে দলীয় নেতা-কর্মীদের চাঙ্গা করার দাওয়াই দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। জানালেন, কংগ্রেসকে পুনরুজ্জীবিত করতে হবে। সে কাজটি তাঁরা করতে পারেন বলেও দাবি করেন তিনি।
৫২ জন সাংসদ নিয়েই ‘বিজেপির বিরুদ্ধে প্রতিদিন লড়াই হবে’ বলে জানিয়েছেন রাহুল। একই সঙ্গে দাবি করেন, বিজেপির বিরুদ্ধে ৫২ জনই যথেষ্ট।
সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে৫৪৩টি আসনের মধ্যে বিজেপি একাই ৩০৩টি দখল করেছে। সেখানে কংগ্রেসের ঝুলিতে রয়েছেন মাত্র ৫২ জন। দলের এই ভরাডুবির পর সভাপতির পদ থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাহুল। এই আবহে ফের বিজেপি-র বিরুদ্ধে দলকে চাঙ্গা করতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বার্তাকে বিশেষ অর্থবহ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।