Barak UpdatesHappeningsBreaking News

জিতেন্দ্রর সফরে তাল কাটল ‘সুস্মিতা মুর্দাবাদ’
Slogans against Sushmita Dev raised during AICC Observer’s visit

৬ ডিসেম্বর: এআইসিসি সাধারণ সম্পাদক তথা আসামের পর্যবেক্ষক জিতেন্দ্র সিংহ তিনদিনের বরাক সফরে এসে বিপুল সংবর্ধনায় ভাসলেন৷ করিমগঞ্জে তাঁকে স্বাগত জানাতে ব্যাপক আয়োজন করেন দলীয় নেতা-কর্মীরা৷ হাইলাকান্দিতে ক্ষোভ-বিক্ষোভের আশঙ্কা থাকলেও সেখানে উল্টো চিত্রই নজরে পড়ে৷ কিন্তু জিতেন্দ্র সিংহের এই সফরে তাল কেটে যায় সুস্মিতা দেবের নিজের জেলা কাছাড়ে ৷

শিলচর শহরে ঢোকার মুখে মধুরা সেতুর মুখে  পর্যবেক্ষককে অভ্যর্থনা জানান একদল কংগ্রেসি৷ স্লোগান দেন, কংগ্রেস জিন্দাবাদ, জিতেন্দ্র সিং জিন্দাবাদ৷ সঙ্গে আওয়াজ তোলেন, সুস্মিতা দেব মুর্দাবাদ৷ সুস্মিতাকে পেছনে দাঁড়িয়ে থেকেই তা হজম করতে হয়৷ যে সংখ্যালঘু কার্ড সামনে রেখে কংগ্রেস ভোট বৈতরণী পার হতে চায়, সেই সংখ্যালঘুদের গুরুত্ব না দেওয়া, বঞ্চনারই অভিযোগ তোলেন সুস্মিতা দেবের বিরুদ্ধে৷ তাঁরা জানতে চান, ময়নুল হক চৌধুরীর কর্মকৃতিত্বের কথা কোথাও উল্লেখ নেই কেন? এর নেতৃত্ব দেন এনএসইউআইর প্রাক্তন জেলা সভাপতি জাভেদ আখতার লস্কর৷

তবে জিতেন্দ্র সিংকে গাড়িতে তুলে দিয়ে এই মুর্দাবাদ ধ্বনির প্রতিবাদ জানান পাপন দেব৷ সামান্য ঠেলাধাক্কাও হয় সে সময়৷  এতে দুর্দিনেও কংগ্রেসের অনৈক্যের চিত্র প্রকটতর হল৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker