Barak UpdatesFor KidsBreaking News

Silver Jubilee of Daffodils School: Mega Event on 25, 30 & 31 January
ডেফোডিলস স্কুলের ২৫ বছর: মেগা ইভেন্ট ২৫, ৩০, ৩১ জানুয়ারি

২২ জানুয়ারি: বর্ষব্যাপী নানা অনুষ্ঠানে ২৫ বছর পূর্তি উদযাপন করছে ডেফোডিলস স্কুল৷ ছাত্রছাত্রীদের নিয়ে নানা অনুষ্ঠানের পাশাপাশি  দুঃস্থদের মধ্যে খাদ্রদ্রব্য বিতরণ, স্বচ্ছ ভারত অভিযান, সমদৃষ্টি প্রকল্পে অর্থদান ইত্যাদি করে স্কুল কর্তৃপক্ষ৷ বিশেষ উল্লেখের দাবি রাখে, দুধপাতিলের ৬৭৬ নংবাজারটিলা প্রাথমিক নিম্ন বিদ্যালয়ের দেওয়াল রঙিন করে দেওয়া৷ এ বার শুরু হচ্ছে স্কুলের মেগা ইভেন্ট৷ সে জন্য তিনদিনের কর্মসূচি ঘোষণা করেন স্কুলের অধ্যক্ষ সুব্রত দে ও উপাধ্যক্ষা বাবী দত্ত দে৷

নানা অনুষ্ঠান হবে ২৫, ৩০ ও ৩১ জানুয়ারি৷ ২৫ জানুয়ারি সকাল ৭টায় মালুগ্রামস্থিত স্কুলপ্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বেরোবে৷ শহর পরিক্রমা করে সবাই স্কুলেই ফিরে আসবেন৷

৩০ জানুয়ারি প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে মূল অনুষ্ঠানের উদ্বোধন হবে৷ প্রধান অতিথি রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য৷ সম্মানিত অতিথি বিধায়ক দিলীপকুমার পাল, জেলাশাসক বর্ণালী শর্মা, প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য ও  প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক ড. তাপসশঙ্কর দত্ত৷ সকাল ১১টায় রাজীব ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে একে একে হবে গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান৷

৩১ জানুয়ারি রাজীব ভবনে সন্ধ্যা ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান৷ বিশেষ আকর্ষণ বাংলাদেশের সিলেটের শিল্পী ইকবাল শাই-র সঙ্গীত৷ সেদিন সম্মানিত অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী গণধীশানন্দ মহারাজ, যুক্ত-র প্রধান সুবিমল ভট্টাচার্য, শিক্ষাবিদ জয়া দেব এবং স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষা অরুন্ধতি সোমকে৷

বুধবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে উপস্থিত ছিলেন ডেফোডিলস এডুকেশনাল ট্রাস্টের দুই কার্যবাহী সদস্য নবেন্দু দে ও দিব্যেন্দু দে৷ ছিলেন অনুপম পাঠক, রাজকুমার মজুমদার, অরবিন্দ সিকিদার, কল্যাণশঙ্কর রায়, বর্ণালী ধর, সন্দীপন দত্তপুরকায়স্থ, উত্তম মণ্ডল, সন্দীপ কুমার, বিশাল চক্রবর্তী এবং এসজে বরলস্কর৷২৫ বছর পূর্তি বলে স্কুলের পুরনো ছাত্ররাও সম্মিলিত হয়েছেন৷ গঠন করেছেন প্রাক্তনী সংস্থা৷ এর সভাপতি পঙ্কজ সিংহ জানান, তাঁরাও এক আনন্দানুষ্ঠানের আয়োজন করেছেন৷ সেটা হবে ২৬ জানুয়ারি৷ সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীদের সেদিন স্কুলে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন তিনি৷

এ ছাড়া, ২৫ বছর পূর্তির স্যুভেনিয়র প্রকাশিত হবে ৩০ জানুয়ারির অনুষ্ঠানে৷  ডেফোডিলস স্কুল এ বার যুক্ত হচ্ছে ওয়েব দুনিয়ার সঙ্গেও৷ আনুষ্ঠানিকভাবে স্কুলের ওয়েবসাইট চালু হবে ৩১ জানুয়ারি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker