Barak UpdatesHappeningsBreaking News

২০ দিনে ২২৬১ পরিবারকে ত্রাণসামগ্রী দিল শিলচর রামকৃষ্ণ মিশন
Silchar Ramakrishna Mission gives relief materials to 2261 families in 20 days

২০ এপ্রিল : লকডাউনের ফলে ঘরবন্দি অসহায় মানুষের সহায়তায় বিভিন্ন এলাকা ঘুরে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে শিলচর রামকৃষ্ণ মিশন। দুটি পর্যায়ে শিলচর ও উধারবন্দের বিভিন্ন এলাকায় এই ত্রাণ বিতরণ কর্মসূচি চলেছে। শিলচর রামকৃষ্ণ মিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ৩১ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত মোট ২২৬১টি পরিবারকে সাহায্য করা হয়েছে। মিশনের পক্ষ থেকে এই পরিবারগুলোকে ১০,৫৫০ কেজি চাল, ৪,২৭৬ কেজি আলু, ২১৯৮ কেজি ডাল, ২২৫৯ কেজি লবণ, ৩৮১৯ প্যাকেট বিস্কুট, ৩৫৭৩টি সাবান ও ২২৯৮টি মাস্ক দেওয়া হয়েছে।

এ দিকে, এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার ২৫৬ পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ২ প্যাকেট বিস্কুট, ২টি সাবান ও ২টি করে মাস্ক দেওয়া হয়েছে। এ দিন তারাপুর পাম্পঘাট, উদয়নগর, সুভালনগর ইত্যাদি স্থানে অসহায় পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। মিশনের পক্ষে এসব তুলে দেন স্বামী গণধীশানন্দজি মহারাজ ও ব্রহ্মচারী নিহাল মহারজ। ব্যবস্থাপনায় মিশনের স্বেচ্ছাসেবকরাও ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker