Barak UpdatesBreaking News

Silchar pays deep homage to Dipak Bhattacharjee
দীপক ভট্টাচার্যকে মর্যাদার সঙ্গে স্মরণ করল শিলচর

১ ফেব্রুয়ারি: প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জননেতা দীপক ভট্টাচার্যকে স্মরণ করলেন শিলচরের বিভিন্ন স্তরের মানুষ৷ ২৯ জানুয়ারি  তাঁর মৃত্যুদিবস৷ এ বার ওই দিন সরস্বতী পূজা থাকায় শনিবার তাঁর স্মরণসভার আয়োজন করা হয়৷ ডা. চিন্ময় চৌধুরী দীপকবাবুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলির সূচনা করেন৷ পরে পুষ্পার্ঘ প্রদান করেন প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক সৌরীন্দ্রকুমার ভট্টাচার্য সহ হলঘরে উপস্থিত প্রত্যেকে৷

আইপিটিএ কর্মকর্তা কমলেশ ভট্টাচার্যের সঙ্গীতের পর চলে স্মৃতিচারণ৷ নিজে সঞ্চালনা করলেও সিপিএমের জেলা সম্পাদক দুলাল মিত্র জানান, এই সভার আয়োজন করা হয়েছে দীপকবাবুর পরিবারের পক্ষ থেকে৷ তিনি বলেন, ‘দীপকদার বিচরণ শুধু সিপিএমে সীমিত ছিল না৷ গত বছর তাঁর মৃতদেহ নিয়ে শোভাযাত্রায় অসংখ্য মানুষ যোগ দিয়েছেন, যারা কমিউনিস্ট পার্টির সদস্য নন৷ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা, সদস্যরাও শোভাযাত্রায় সামিল ছিলেন৷’

এ দিন দীপক ভট্টাচার্যের জনপ্রিয়তা আরও একবার টের পাওয়া যায়৷ প্রচুর মানুষ তাঁর স্মরণসভায় অংশ নেন৷ বাবুল হোড়, বিশ্বতোষ চৌধুরী, দীপক সেনগুপ্ত, সুজন দত্ত, পরিতোষ দত্ত, এম শান্তিকুমার সিং, গোরা চক্রবর্তী, তৈমুর রাজা চৌধুরী, অরিজিৎ আদিত্য প্রমুখ স্মৃতিচারণার মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানান৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker