Barak UpdatesAnalyticsBreaking News
Silchar Kennel Club to organise dog show on 9 February৯ ফেব্রুয়ারি শিলচরে ক্যানাল ক্লাবের ডগ শো
৩ ফেব্রুয়ারি : শিলচর ক্যানাল ক্লাব আগামী ৯ ফেব্রুয়ারি ডগ শো এর আয়োজন করেছে। এই ডগ শো হবে শহরের বিপিনচন্দ্র পাল সভাস্থলে। ক্যানেল ক্লাবের পক্ষে এক সাংবাদিক বৈঠক ডেকে কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, প্রশান্ত কিশোর দাস প্রমুখ বলেছেন, এই ক্লাব ১৯৯১ সালে শিলচরে যাত্রা শুরু করে। প্রতিবছর ক্লাব ডগ শো-র আয়োজন করে থাকলেও এখানকার কুকুর মালিকরা এই শোতে অংশ নিতে খুব একটা আগ্রহী নন। এই উদাসীনতা অনেকটা সচেতনতার অভাবেই ঘটছে বলে তিনি উল্লেখ করেন।
তাঁর কথায়, কুকুর মালিকরা তাদের পোষা কুকুর নিয়ে ডগ শো-এ যোগদান করলে কুকুরের পরিচর্যার বিষয়টিও ভালোভাবে জেনে নিতে পারবেন। কর্মকর্তারা আরও বলেছেন, এ বছর ডগ শো-তে মোট আটটি ক্যাটেগরিতে ৬৪টি পুরস্কার দেওয়া হবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক কুকুর মালিকই বিভিন্ন ক্যাটেগরিতে কুকুরের নাম রেজিস্টার করেছেন। কিন্তু শিলচর থেকে কুকুরের সংখ্যা খুব কম থাকায় তিনি আক্ষেপ ব্যক্ত করেন। প্রসঙ্গত, এবার টকশোতে বিচারক হিসেবে আসছেন গুরগাঁওয়ের কুকুর বিশেষজ্ঞ শ্যাম মেহেতা এবং অমৃতসরের যোগেশ তুতেজা।